স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-টটেনহামের ম্যাচে জেতেনি কেউ। রোববার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ গোলের রোমাঞ্চ শেষে জয়ের অনুভূতি নিয়েই মাঠ ছেড়েছে টটেনহাম! ১৪ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে সিটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।
ম্যাচের ৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার হিউন মিন সনের গোলে লিড নেয় টটেনহাম। ৯ মিনিটের মাথায় তারই আত্মঘাতী গোলে সমতায় ফেরে সিটি। এরপর ৩১তম মিনিটে ফিল ফোডেনের গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পেপ গার্দিওলার দল।দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯তম মিনিটে লো সেলসোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্পার্স। ৮১তম মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে দ্বিতীয়বারের মতো লিড পায় সিটি।
ম্যাচ তখন প্রায় শেষের পথে, জয়ের খুব কাছেই ছিল সিটি। ৯০তম মিনিটে কুলুসেভস্কির গোলে সমতায় ফেরে টটেনহাম। আর তাতেই রোমাঞ্চকর লড়াই শেষ হয় অমীমাংসিতভাবে। এবারের লিগে প্রথম ১০ রাউন্ডে অপরাজিত থাকা স্পার্স এরপর হেরে বসে পরপর তিন ম্যাচে। বিপরীতে টানা জয়ের পর সিটিও এখন হাটছে উল্টো পথে। এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল দলটি। চেলসির সঙ্গে ৪-৪, এবং লিভারপুলের সঙ্গে ১-১ স্কোরলাইনের পর এবারের টটেনহামের সঙ্গে ৩-৩ গোলে ড্র করলো তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post