সিটি-রিয়াল দ্বিতীয় লেগকে ‘প্লে-অফ’ মনে করছেন গার্দিওলা

0
53

স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালের লড়াই শেষেই ফাইনাল। কিন্তুু চ্যাম্পিয়ন্স লিগে সমর্থকেরা ফাইনালের আগেই দেখতে পারবেন আরেক ফাইনাল। ইতিহাদ স্টেডিয়ামে অপেক্ষা করছে রোমাঞ্চের এক ম্যাচ। রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির সেমিফাইনালের প্রথম লেগে কেউ কারো চেয়ে কম নয়। দু’দলই সমান। এগিয়ে যাওয়া হয়নি কারো।

সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি তাই দুই দলের জন্য ফাইনালের মতোই। ‘ড্র’য়ের কোনো সুযোগ নেই। হয় হার, নয় জিত। জিতলেই ফাইনাল। হারলেই বিদায়। রিয়াল-সিটির সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলের সমতায় শেষ হওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচটি তাই উত্তেজনা ছড়াবে বেশ। সিটি কোচ পেপ গার্দিওলাও মনে করছেন এমনটা।

দ্বিতীয় লেগকে এখন ‘প্লে-অফ’ মনে করছেন গার্দিওলা। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, ‘ইতিহাদে এখন দ্বিতীয় লেগের লড়াইটা প্লে-অফের মতো। কিছু ক্ষেত্রে আমরা রক্ষণে আরেকটু ভালো করতে পারি, আক্রমণ একটু ভিন্নভাবে করতে পারি। এরকম কিছু ব্যাপার ঠিকঠাক করতে হবে।’

দুই দলের ফাইনালের ভাগ্য এবার লেখা হবে ইতিহাদ স্টেডিয়ামে। ফিরতি লেগ সিটির মাঠে, প্রতিশোধের সুপ্ত বাসনায় আগামী বুধবার চেনা আঙিনায় মাঠে নামবে তারা। যার হুঙ্কার আগেই দিয়ে রাখলেন সিটির তারকা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here