স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোববার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যার ফলে লাভ হয়েছে আর্সেনালের। অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জন স্টোন্স সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলেক্সিস মাক অ্যালিস্টার।
ম্যাচের শুরুতেই সিটিজেন্সদের চেপে ধরেছিল লিভারপুল। তবে নিজেদের ফিরে পেতে সময় লাগেনি পেপ গার্দিওলা শিষ্যদের। ২৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার বুদ্ধিদীপ্ত কর্নারে লিড নেয় সিটি। স্কোরশিটে নাম লেখান জন স্টোনস। কর্নারের সময় আনমার্কড ছিলেন এই ইংলিশ ম্যান। তারই সুযোগ নিয়েছেন তিনি।
এর আগেই অবশ্য একবার বল জালে জড়ায় লিভারপুল। তবে সে দফায় অফসাইডে ছিলেন ডারউইন নুনিয়েজ। দ্বিতীয়ার্ধে অবশ্য এই নুনিয়েজই অলরেডদের পেনাল্টি পাইয়ে দেন। স্পটকিকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্টার।
ম্যাচের বাকি সময়টায় এককভাবেই ছড়ি ঘুরিয়েছে লিভারপুল। সালাহ বদলি হিসেবে নেমেই ডানপ্রান্তে গতির ঝড় তুলেছেন। তাকে সঙ্গ্ব দিতে বামপ্রান্তে ছিলেন অ্যান্ডি রবার্টসন। সিটির রক্ষণভাগকে শেষ ৪০ মিনিটে মোটেই রেহাই দেয়নি অলরেডরা।
এই ড্রয়ের ফলে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্তেতার দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে ম্যান সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post