স্পোর্টস ডেস্কঃঃ ক্রিকেট দুনিয়ায় তাদের দুজনকে নিয়ে অনেক ‘বির্তক’ হয়েছে। কে সেরা শচীন টেন্ডুলকার নাকি ব্রায়ান লারা? আলোচনা হতো অনেক। কেউ বলতেন শচীন আবার কারো মতে লারা?
তবে এবার দুজনকে এক সুতোয় বেধেছে সিডনী ক্রিকেট গ্রাউন্ড। স্টেডিয়ামটির একটি গেটের নাম করণ করা হয়েছে শচীন ও লারার নামে। মাঠে ঢুকতে দর্শকদের চোখে পড়বে শচীন-লারার নাম।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, দুই কিংবদন্তীর নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) গেটের নামকরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের বিশেষ ভাবে শ্রদ্ধা জানানো হলো।
শচীনের ৫০তম জন্মদিনে এই বিশেষ খবর পেলেন তিনি। ভারতের ক্রিকেট ঈশ্বর নিজের জন্মসিনে সিএ’র তরফ থেকে পেলেন স্পেশাল এই গিফট।
Discussion about this post