নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে ক্যারিবিয়ানদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৯০ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে শুক্রবার ম্যাচের চতুর্থদিনের শুরুতেই গুঁটিয়ে যায় আফিফ হোসেনের দল। শেষদিনে প্রথম ঘণ্টায় মাত্র ৩৩ মিনিট ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা।
৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ থামে তিনশ’র আগেই। ইরফান শুক্কুর করেছেন ৭২ রান। দিনের শুরুতে আজ প্রথম আঘাত হানেন জেয়ার ম্যাকঅ্যালিস্টার। ১৭ রান করা নাঈম হাসান ফিরেন এই ক্যারিবিয়ান পেসারের বলে। এরপর টিকতে পারেন নি তানজিম হাসান সাকিবও। ৪ রান করেন তিনি। রান বাড়াতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন ৭২ রান করা ইরফান। রানের খাতা খোলার আগে ফিরে যান খালেদ আহমেদ। বাংলাদেশ অলআউট হয় ২৯৭ রানে।
এর আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৩৭ রান করে বাংলাদেশ। জবাবে ক্যারিবিয়ানরা করে ৩৪৫ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০