সিনসিনাতিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সেরেনা

0
27

স্পোর্টস ডেস্কঃ উইম্বলডন থেকে খালি হাতে ফেরা সেরেনা উইলিয়ামস ফিরছেন আবার কোর্টে। আগামী মাসে সিনসিনাতি ওপেন দিয়ে ফিরছেন এই মার্কিন টেনিস তারকা। সাবেক এই নাম্বার ওয়ান জানিয়েছেন সিনসিনাতি ওপেনের আগে কানাডায়ও একটি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।

ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে সিনসিনাতিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সেরেনা। আগামী ১৩-২১ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নারী বিভাগের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ম্যাডিসন কেইস, গারবিন মুগুরুজা ও ক্যারোলিনা প্লিসকোভা আসন্ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে ক্যারিয়ারে দুইবার সিনসিনাতি জয় করেছিলেন সেরেনা। ২০১৩ সালে হয়েছিলেন রানার-আপ। এবারের সিনসিনাতিতে আরো অংশ নিচ্ছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালসহ সাবেক চ্যাম্পিয়ন আলেক্সান্দার জেভরেভ, গ্রিগর দিমিত্রভ ও মারিন চিলিচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here