‘সিনিয়র ক্রিকেটাররা সবাই জিম্বাবুয়ে সফরে খেলতে চায়’

0
8

নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজ সফর শেষ করেই বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের সামনে। এরপরই চলে যাবে জিম্বাবুয়েতে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারেতে।

সেই সিরিজের দল নিয়ে নির্বাচকদের সাথে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার সেই বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, জিম্বাবুয়ে সফরে সবাই খেলতে চায়। দলের সব সিনিয়ররাই খেলবেন সেখানে। গুঞ্জন ছিল, দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বাংলাদেশ। তবে সেটা হচ্ছে না। মূল দলই যাচ্ছে।

শুধু ব্যতিক্রম সাকিব আল হাসান। তিনি আগেই ছুটি নেওয়ায়, খেলবেন না। তবে সাকিব ছাড়া নিয়মিত সকল সদস্যই যাবেন জিম্বাবুয়ে সফরে। মূলত কম গুরুত্বপূর্ণ থাকায় এই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। এছাড়া টেস্টের কোনো ম্যাচ নেই এই সিরিজে। যার কারণে, অধিনায়কত্বের কোনো দায়বদ্ধতা থাকছে না।

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকছে না, এটা আমাদেরকে আগেই বলে দিয়েছে। আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছে। যেখানে দেখা যাচ্ছে সবাই খেলবে।’

সিনিয়র ক্রিকেটাররা খেলবেন কিনা এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় কিন্তু খেলবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র বলতে আসলে বেশিরভাগই তো সিনিয়র, যারা জাতীয় দলে খেলে কয়েকজন ছাড়া তো বাকিরা অভিজ্ঞ সিনিয়র। তারা অ্যাভেইলেবল আছে, আমাদেরকে জানিয়েছে।’

জিম্বাবুয়ে-বাংলাদেশ দ্বীপাক্ষিক সিরিজের সূচি

ওয়ানডে সিরিজঃ
২৮ জুলাই- প্রথম ওয়ানডে (হারারে)।
৩০ জুলাই- দ্বিতীয় ওয়ানডে (হারারে)।
১ আগস্ট- তৃতীয় ওয়ানডে (হারারে)।

টি-টোয়েন্টি সিরিজঃ
৪ আগস্ট- প্রথম টি-টোয়েন্টি (হারারে)।
৬ আগস্ট- দ্বিতীয় টি-টোয়েন্টি (হারারে)।
৮ আগস্ট- তৃতীয় টি-টোয়েন্টি (হারারে)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here