স্পোর্টস ডেস্কঃ আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন না দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেইনরিখ ক্লাসেন। ব্যক্তিগত কারণে আসর থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছিল সেন্ট লুসিয়া কিংস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা এলো দলটির জন্য।
এর আগে ২০২২ সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ক্লসেন। সেবার ৫ ম্যাচ খেলে করতে পেরেছিলেন ১১৮ রান। তবে তখনও তার এখনকার মতো ভয়ঙ্কর রূপ ছিল না। ওই টুর্নামেন্টের পর থেকে গত দুই বছরে ৮২টি টি-টোয়েন্টি খেলে ২ হাজার ২৯৩ রান করেছেন তিনি ১৬৯ স্ট্রাইক রেটে। এই সময়ে সেঞ্চুরি করেছেন দুটি, ফিফটি ১৬টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০