স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একই দলের হয়ে মাঠ মাতাবেন জেসন রয় ও টিম ডেভিড। আগামী আসরের জন্য তাদেরকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এক বিবৃতির মাধ্যমে।
শিরোপা পুনরোদ্ধারের মিশনে পুরোনো দল থেকে বেশিরভাগ ক্রিকেটারকেই রিটেইন করেছে বলিউড বাদশা শাহরুখ খানের মালিকাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো ক্রিকেটাররা। মার্ক দেয়াল ও আকিল হোসেনকেও রিটেইন করেছে ত্রিনবাগো।
এছাড়া এবার বিদেশি ক্রিকেটারও সমৃদ্ধশালী দলটির। সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ডের জেসন রয়কে। এছাড়া অস্ট্রেলিয়ার টিম ডেভিডকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আয়ারল্যান্ডের পেসার জশ লিটল ও যুক্তরাষ্ট্রের পেসার আলি খানকেও যুক্ত করেছে নাইট রাইডার্স শিবির। শিরোপার জন্য কঠিন লড়াই দিতে একেবারে সব প্রস্তুতি সারছে দলটি।
সিপিএলের ইতিহাসে ৪ বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল ত্রিনবাগো নাইট রাইডার্স। গেল আসরেও রানার্স আপ হয়েছে দলটি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয়েছে। এবার সেই শিরোপার জন্য জোরেশোরেই মাঠে নামবে তারকাবহুল দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post