সিপিএলে ফের গোল্ডেন ডাক, তবে বল হাতে পারফর্ম সাকিবের

0
64

স্পোর্টস ডেস্কঃ ফের একবার ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান। এই তারকা ক্রিকেটার ব্যাট হাতে আরও একটি গোল্ডেন ডাকের দেখা পেয়েছেন। এই নিয়ে টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক দেখলেন। তবে ব্যাটিংয়ে নামার আগে বল হাতে দারুণ দিন গেছে। শিকার করেছেন ২ উইকেট।

আসরে সাকিবের দল দেখা পেয়েছে টানা দ্বিতীয় জয়ের। সেইন্ট লুসিয়া কিংসকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হারলেও, কিংসদের হয়ে অধিনায়ক ফাফ ডু প্লেসিস হাঁকিয়েছেন দারুণ সেঞ্চুরি।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রানের বিশাল পুঁজি পায় সেন্ট লুসিয়া কিংস। দলের হয়ে একাই ১০৩ রান করেন অধিনায়ক ডু প্লেসিস। তার ৫৯ বলের দারুণ এই ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে। ক্যারিয়ারে চতুর্থ আর সিপিএলে ডু প্লেসিসের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

দলের হয়ে বলার মতো আর রান করেছেন নিরোশান ডিকেওয়ালা। ৩২ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান করেছেন তিনি। এছাড়া শেষ দিকে ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন রোস্টন চেজ।

গায়ানার হয়ে এদিন সেরা বোলার ছিলেন সাকিব। ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া রোমারিও শেফার্ড, ইমরান তাহির এবং ওডিন স্মিথ ১টি করে উইকেট লাভ করেন।

১৯৫ রানের বড় লক্ষ্যে মাঠে নেমে ৪ বল বাকি থাকতেই সেটি টপকে যায় গায়ানা। ব্যাট হাতে ২৬ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গুরবাজ আহমেদ। এছাড়া ৩০ বলে ২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৯ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শাই হোপ। চারে নেমে গোল্ডেন ডাক দেখেন সাকিব। পাঁচে নেমে অধিনায়ক শিমরন হেটম্যায়ার ২৮ বলে ৩৬ রান করে আউট হন।

সেন্ট লুসিয়ার হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট লাভ করেন মার্ক দেয়াল। রোস্টন চেজ ও আলঝারি জোসেপ ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here