সিপিএলে রাইডুকে দলে ভেড়াল সেন্ট কিটস

0
69

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেন আম্বাতি রাইডু। ভারতের ক্রিকেটকে বিদায় বলা এই তারকাকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। মার্কি ক্যাটাগরিতে সরাসরিভাবে এই তারকার সাথে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জেতার পর ভারতের হয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন রাইডু। এরপর একই ফ্র্যাঞ্চাইজির মালিকাধীন দল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম আসরে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলতে রাইডুর সাথে চুক্তি করে।

তবে নিয়মের বেড়াজালে পড়ে সেখানে খেলা হয়নি রাইডুর। কেননা বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী অবসরের এক বছর না যাওয়া পর্যন্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। যার ফলে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠ মাতানো হয়নি রাইডুর।

এখনও এক বছর হয়নি। এর মাঝেই এবার সিপিএলে দল পেয়েছেন। সেখানে খেলতে পারবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। যদি শেষ পর্যন্ত অনুমতি পান, তাহলে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন সিপিএলে। এর আগে প্রবীণ তাম্বে খেলেছিলেন সিপিএলে। ২০২০ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নামেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here