সিপিএলে রাতে মাঠে নামতে পারেন সাকিব!

0
74

স্পোর্টস ডেস্কঃ উপমহাদেশে বইছে ক্রিকেটের হাওয়া। এশিয়া কাপের ধুন্ধুমার ক্রিকেটে মজে আছেন ক্রিকেটপ্রেমীরা। সেই তুলনায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) হাওয়া কমই বইছে এই অঞ্চলে। সিপিএল চললেও, খুব একটা আলোচনায় নেই এবার।

এশিয়া কাপে বাংলাদেশ দল গ্রুপ পর্বেই ব্যর্থ হয়ে বাড়ি ফেরায়, দেশে সিপিএল নিয়ে খানিক আলোচনা চলছে। কেননা এবারের আসরে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইতিমধ্যেই আসর খেলতে পাড়ি জমিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। ইতিমধ্যেই দলটি দুই ম্যাচ খেলে ফেলেছে। তবে এক হার ও এক পরিত্যক্ত ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে আছে টেবিলের। গায়ানার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার। রাত ৮টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাকিবকে। যদিও একাদশ না ঘোষণা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদি খেলতে নামেন, তবে গায়ানার জার্সিতে সিপিএলে অভিষেক হবে তার। সিপিএলে এর আগেও একাধিক দলে খেলেছেন বাংলাদেশের এই পোস্টারবয়। তবে কখনো গায়ানার হয়ে খেলা হয়নি। সব মিলিয়ে ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৫৪ রান ও বল হাতে ২৯ উইকেট শিকার করেছেন তিনি।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, সব এই সিপিএল দিয়ে সারবেন সাকিব। এই অলরাউন্ডার নিজেকে প্রস্তুত করবেন টুর্নামেন্টটি দিয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here