স্পোর্টস ডেস্কঃ সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। গত রাতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আসর শুরুর ম্যাচেই ছড়িয়েছে রোমাঞ্চ। বৃহস্পতিবার শেষ বলে ম্যাচ জিতেছে সেন্ট কিটস। মোহাম্মদ আমির-ইমাদ ওয়াসিম-ফ্যাবিয়ান আলেনদের বিপক্ষে তাদের জয় ১ উইকেটে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৩ রান করে অ্যান্টিগা। ওপেনার ফখর জামান খেলেন ৩২ বলে ৪৩ রানের ইনিংস। মিডল অর্ডারে জুয়েল আন্দ্রে করেন ৩০ বলে ৫০ রান। তাতে লড়াইয়ের পুঁজি পায় অ্যান্টিগা। জবাব দিতে নেমে শুরুটা ভালো পায় সেন্ট কিটস। এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার গড়েন ৩৭ রানের ওপেনিং জুটি। তিনে নামা কাইল মায়ার্স করেন ২৪ বলে ৩৯।
লুইসের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯। ফ্লেচার খেলেন ১৬ বলে ২৫ রানের ইনিংস। ওডিন স্মিথ মিডল অর্ডারে নেমে ১৯ বলে ২৭ রান। শেষ ওভারে সেন্ট কিটসের জিততে দরকার ছিল ৭ রান। সেই ওভারে দুই উইকেট খুইয়ে বসে তারা। তবে শেষ বলে অ্যারনিখ নরকিয়া ১ রান নিয়ে এক উইকেটের জয় নিশ্চিত করেন। অ্যান্টিগার বোলার আমির ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন। শামার স্প্রিঙ্গার ৪ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার, তবু অ্যান্টিগাকে জেতাতে পারেন নি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০