সিপিএল শুরু হবে আগস্টে, তার আগে মাঠে গড়াবে সিক্সটি টুর্নামেন্ট

0
10

স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান বোর্ড সিপিএল শুরুর তারিখ টিক করেছে। তার আগেই মাঠে গড়াবে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট সিক্সটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগস্টে শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ সিপিএল।

আগামি ৩১ আগস্ট পর্দা উঠবে সিপিএলের। ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর। সেন্ট কিটসে শুরু হয়ে সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ এবং গায়ানা দিয়ে শেষ হবে সিপিএলের এবারের আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট কিটস এন্ডনেভিস প্যাট্রিসটয়স। বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াস।

পুরুষদের সিপিএল শুরুর সঙ্গেই শুরু হবে নারীদের সিপিএলও। ক্যারিবিয়ান মেয়েরা তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলবে সিপিএল। সঙ্গে থাকবেন বিদেশী নারী ক্রিকেটাররাও। সিপিএল শুরুর আগেই অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো মাঠে নামবে সিক্সটি নামের নতুন টুর্ণামেন্টে।

ক্যারিবিয়ানরা টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা। টেস্ট দিয়ে শুরু হওয়া ক্রিকেট ওয়ানডে, টি-২০ দিয়ে সবশেষ টি-১০ এ নেমেছিলো। সেই ক্যারিবিয়ানরা এবার শুরু করছে সিক্সটি নামের সংক্ষিপ্ত ফরম্যাটের আরেকটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই ছক্কা হাঁকালে মিলবে বাড়তি এক ওভার পাওয়ার প্লে। এক প্রান্ত টানা হবে ৫ ওভার। ৬ উইকেটের পতন ঘটলেই শেষ হয়ে যাবে ইনিংস। এমন আরো নানা নিয়মে নতুন একটি টুর্নামেন্ট নিয়ে এলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে খেলবে সিপিএলের দলগুলো।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের জন্য বিশ্ববিখ্যাত উইন্ডিজরা। দু’বারের টি-২০ চ্যাম্পিয়নরা মারকাট ক্রিকেটের ফেরিওয়ালা। সেই ক্যারিবিয়ানরাই সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন টুর্নামেন্ট নিয়ে এলো। ৬০ বলের টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে সিক্সটিন।

কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ফিল্ডিং শেষ না করলে একটি ওভারে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে তাদেরকে। ৬০ বলের ম্যাচটির একটি ইনিংস শেষ করতে হবে ৪৫টি। এক বোলার সর্বোচ্চ ২ ওভারন বোলিং করতে পারবেন। ১০ ওভারে হবে প্রতিটি ম্যাচ।

আগামি ১৪ থেকে ২৮ আগস্ট ক্যারিবিয়ান বোর্ড টুর্নামেন্টটি মাঠে গড়াবে। সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে টুর্নামেন্টটির সবগুলো খেলা। ক্রিকেটের নতুন ফরম্যাটের সঙ্গে যেনো দ্রুতই মানিয়ে নেয় ক্যারিবিয়ানরা। এবারো সংক্ষিপ্ত ফরম্যাটটি দ্রুতই হয়তো পরিচিত পাবে।

ক্যারিবিয়ান বোর্ড সিক্সটিন টুর্নামেন্টের দূত হিসেবে রেখেছে ব্যাটিং দানব ক্রিস গেইলকে। টি-১০’র মতো ৬০ বলের খেলাও সিক্সটিন। তবে ভিন্ন ফরম্যাটের এই টুর্নামেন্টটিতে উইকেট থাকছে ৬টি। প্লাওয়ার প্লে থাকছে ২ ওভারে। তবে প্রথম দুই ওভারের মধ্যে ছক্কা হাঁকাতে পারলে ৯ থেকে ১০ ওভারের মধ্যে বাড়তি এক ওভার পাওয়া যাবে পাওয়ার প্লে হিসেবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here