স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি এক সেশনও ব্যাটিং করতে পারেনি স্বাগতিকরা। মোহাম্মদ সিরাজের আগুনে পেসে দুমড়ে-মুচড়ে পড়েছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।
সিরাজের তোপে একের পর এক উইকেট হারিয়ে বিধস্ত দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হয়েছে লজ্জার রেকর্ড। ১৯৩২ সালের পর সর্বনিম্ন স্কোর এটি দলটির। এছাড়া ভারতের বিপক্ষে যেকোনো প্রতিপক্ষ দলের মধ্যে সর্বনিম্ন স্কোরের লজ্জা এটি।
কেপ টাউনে নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নেমে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দলীয় মাত্র ৫ রানে এইডেন মার্করামের উইকেট দিয়ে শুরু। এরপর চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ভারতের বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে পড়ে প্রোটিয়ারা। কাইল ভেরেইন্নে সর্বোচ্চ ১৫ রান করেন। ডেভিড বেডিংহ্যাম দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটেই আটকেছেন। স্কোরকার্ড দেখে মনে হতে পারে মোবাইলের নম্বর!
ভারতের হয়ে একাই মাত্র ১৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ। যেটি কিনা এখন ক্যারিয়ার সেরা ফিগার। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন। তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ফিগারও কাছাকাছি। সিরাজ ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post