স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। শনিবার আহমেদাবাদে বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের করা ১৯১ রান তাড়ায় ৭ উইকেটে জিতেছে তারা। ঝড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত। ফিফটি হাঁকিয়েছেন শ্রেয়াস আইয়ারও।
বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত। এদিকে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে তারা। দারুণ জয়ের পর বোলারদের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘ওরাই ম্যাচটা জেতাল আমাদের। এই পিচে ১৯০ রানে ওদের আটকে রাখা সহজ কাজ নয়। এই পিচ মোটেই ১৯০ রানের নয়।’
রোহিত আরও বলেন, ‘একসময় আমরা ভাবছিলাম হয়তো ২৮০ বা ২৯০ তাড়া করতে হবে। কিন্তু আমাদের দলে যার হাতেই বল দেওয়া হয় সেই কাজের কাজ করে দেয়। ছ’জন এমন ক্রিকেটার রয়েছে যারা কাজটা করতে পারে। হয়তো সবার দিন সমান যায় না। যার দিন ভাল যাচ্ছে তাকেই আসল কাজ করতে হয়। অধিনায়ক হিসাবে আমার কাজও গুরুত্বপূর্ণ। কে কোন দিন ভাল বল করছে সেটার খেয়াল রাখতে হয় আমায়।’
ভারতীয় বোলারদের তোপের মুখে পড়া পাকিস্তান অলআউট হয় ১৯১ রানে। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক দারুণ শুরু এনে দিয়েছিলেন দলকে। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। তবে এরপরই পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন ভারতের বোলাররা। ২টি করে উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post