নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের বোলিং স্পেলটিকে আপনি কীভাবে ব্যাখা করবেন? ৭ ওভার, ১ মেডেনে ২১ রান খরচায় ৬ উইকেট! ওয়ানডেতে ভারতের চতুর্থ সেরা বোলিং ফিগার এখন এটিই। আজকের ফাইনালে সিরাজময় ইনিংসে কাবু শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে মেইডেন, নিজের দ্বিতীয় ওভার করতে এসেই শ্রীলঙ্কার সর্বনাশ করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ হারালেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই ৪ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। এবার সেই ভাসের দেশ এমন ঘটনার শিকার। ২০০২ সালের পর ওয়ানডেতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা। যার সবশেষটি ক্রিকেট বিশ্ব দেখেছে চার বছর আগে, ২০১৯ সালে।
দ্বিপক্ষীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। এরপর সেরকম ভয়ানক এক ওভার দেখা গেল আজ। সিরাজ শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিসাঙ্কাকে দিয়ে শিকার শুরু করেন। এরপর তৃতীয় ও চতুর্থ বলে ফেরান সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আশালাঙ্কাকে। পঞ্চম বলটা ঠেকিয়ে সিরাজকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভাও আউট হয়ে যান।
পরের ওভারে এসে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। শানাকাকে বোল্ড করে সিরাজের উদযাপনটা ছিল দেখার মতো। ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপন করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০