স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেও পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি পিটার সিলার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নেদারল্যান্ডসের এই ক্রিকেটার।
২০০৬ সালে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক হয়েছিল পিটারের। ২০১৮ সালে দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে ৫৬টি ওয়ানডে ম্যাচে ৩২২ রান করেছেন তিনি। নিয়েছেন ৫৫টি উইকেট। ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে পিটারের রান ৫৯১। এই ফরম্যাটে ৫৮টি উইকেট নিয়েছেন তিনি।
বিদায়ী বার্তায় আক্ষেপ করে পিটার সিলার বলেন, ‘২০২০ সাল থেকে আমার পিঠের সমস্যা খারাপ হতে হতে এমন জায়গায় পৌঁছেছে যে, প্রচণ্ড আক্ষেপ নিয়েই বলতে হচ্ছে, নিজের সবটুকু আমি আর দিতে পারছি না।’
পিঠের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি পিটার। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডাচ দলকে নেতৃত্ব দেন উইকেটকিপার স্কট এডওয়ার্ডস। চোটের জন্য নিজের সেরাটা দিতে পারছেন না বলেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন সিলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০