স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানের যুবারা। যার ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ১-১ সমতায়। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ।
মুলতানে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ দল। ইনিংসের শুরুটাও হয় দারুণ। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৩ রান। জিসানের কৃতিত্বেই দল বড় সংগ্রহ পায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন ওপেনার জিসান আলম। তার ৪০ বলের দারুণ ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো। ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ বলে ২৯ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের হয়ে আলি আসফান্দ ৩টি ও মোহাম্মদ ইবতিসাম ২টি উইকেট লাভ করেন।
১৬৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৪৬ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় অধিনায়ক সাদ বাইগ ও আরাফাত মিনহাসের ব্যাটে। দুজনের চতুর্থ উইকেটে ১১৯ রানের দারুণ এক অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ১৮.২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলকে ১০ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতিয়েই মাঠ ছাড়েন দুজন।
এর মধ্যে সাদ অপরাজিত থাকেন ৭৯ রান করে। তার ৫০ বলে ইনিংস সাজানো ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায়। অপরদিকে আরাফাত অপরাজিত থাকেন ৫৩ রান করে। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৭ বলে সাজানো ছিল তার ইনিংসটি।
বাংলাদেশের হয়ে তানভীর আহমেদ ৪ ওভারে ২৩ রান খরচায় ২টি উইকেট লাভ করেন। ১উইকেট নেন পারভেজ হোসেন জীবন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা