স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায় নি দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইটওয়াশ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু হয় প্রোটিয়াদের। দ্বিতীয় ম্যাচেও জয়ের হাসি অস্ট্রেলিয়ার। তাতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে তৃতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে তারা। গত রাতে অজিদের ১১১ রানের বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজে আশা বাঁচিয়ে রাখল টেম্বা বাভুমার দল।
তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক এবং টেম্বা বাভুমার ওপেনিং জুটি থেকে ১৪৬ রান পায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৮২ করে আউট হওয়ার পর চার রানের মধ্যে আরেক ওপেনার বাভুমাকেও হারায় প্রোটিয়ারা। এরপর রেজা হেনড্রিক্সকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। হেনড্রিক্স আউট হলেও অপরপ্রান্তে ঝোড়ো ইনিংস খেলতে থাকেন মার্করাম
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ৭৪ বলে ১০২ রানে ছিলেন অপরাজিত। শেষ দিকে মার্কো জ্যানসেনের ১৬ বলে ৩২ রানের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে দুইটি উইকেট পেয়েছেন ট্রাভিস হেড।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪.৩ ওভারে ২২৭ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য ভালোই করে তারা। ৭৯ রান তুলে ফেলে উদ্বোধনী জুটিতেই। ২৪ বলে ৩৮ রান করে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন হেড।দ্বিতীয় উইকেট জুটিতেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ২৬ বলে ২৯ রান করে অধিনায়ক মার্শ ফিরে গেলে খেই হারায় অজিরা। ১৯ ওভারের মধ্যে ফিরে যান ওয়ার্নারও।
ফেরার আগে ৫৬ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৭৮ রান করেন অজি ওপেনার। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। দলের কোনও ব্যাটার ২০ রানও করতে পারেননি আর। সাউথ আফ্রিকার হয়ে ৫০ রান খরচায় চার উইকেট নেন জেরাল্ড কোয়েতজে। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি এবং কেশভ মহারাজ।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের বাকি দুই ওয়ানডে হবে আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বর। ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ন ও জোহান্সবার্গ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post