নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানকে সিরিজ জেতানোর অগ্রনায়ক রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ১৪৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতে রেকর্ড পুঁজি পেয়েছিল সফরকারীরা। সেই ম্যাচে স্বাগতিকদের হারানোর নায়ক ছিলেন এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে তৃতীয় ওয়ানডেতে আর ইনিংস বড় করতে পারলেন না গুরবাজ।
তাসকিন আহমেদের বলে মাত্র ৬ রান করে গুরবাজ ফিরেছেন সাজঘরে। বাউন্সারে পুল করার চেষ্টা করেন তিনি, কিন্তু অফ স্টাম্পের বাইরের বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি একটুও। ব্যাটের কানায় লেগে বল যায় পেছনে। কিপার মুশফিক অনেকটা লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। তিন উইকেটের প্রতিটিতেই ক্যাচ নিলেন তিনি। এর আগে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ’র ক্যাচও নিয়েছিলেন মুশফিক।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে টপ অর্ডার হারিয়েছে আফগানিস্তান।একাদশে ফিরেই শরিফুল ইসলাম জোড়া উইকেটের দেখা পেয়েছেন। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করতে নেমে তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার।
আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ১ রানে বিদায় করেন শরিফুল। এরপর একই ওভারে তিনি আউট করেন রহমত শাহকেও। শরিফুলের অফ স্টাম্পের বাইরে পিচ করা বল জাদরানের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। অনায়াস ক্যাচ ধরেন এই উইকেটকিপার। ইব্রাহিমকে ফেরানোর পর আবার আঘাত হানেন শরিফুল।
শরিফুলের বাড়তি বাউন্সের বলে এজড হন রহমত। বল লেগেছে ব্যাটের নিচের অংশে, এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছেন তিনি। ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে। ৪ বলে রান না করে ফিরলেন রহমত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০