সিরিজ খেলতে মালদ্বীপে উড়াল দিল বাংলাদেশ দল

0
13

স্পোর্টস ডেস্কঃ ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপ। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের এক মাসের কিছু বেশি সময় পর আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এবার টুর্নামেন্ট নয়, সিরিজ খেলবে হরষিত বিশ্বাস-আল জাবিররা।

মালদ্বীপের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর সেই সিরিজ খেলতে মালদ্বীপ উড়াল দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ ৬ ফেব্রুয়ারি রোববার সকালের একটি ফ্লাইটে করে মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশের বহর। দেশটির রাজধানী মালেতে গিয়ে পৌঁছার কথা তাদের।

তিন ম্যাচের সিরিজটি যথাক্রমে আয়োজিত হবে আগামী ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি। সিরিজটি খেলতে বাংলাদেশ থেকে গিয়েছেন ১৬ সদস্যের বড় বহর। যার মধ্যে আছেন ১২ জন খেলোয়াড়, ২ জন কোচ এবং ২ জন কর্মকর্তা। যাবার আগে সবারই করোনা পরীক্ষা করা হয়েছে।

এই সিরিজ মূলত আয়োজিত হয়েছে দুই দলের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে। মালদ্বীপের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশে সফর করে গেছেন। সেসময় বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির সাথে সাক্ষাৎ করেন। আর সেখানে এই সিরিজ নিয়ে আলোচনা। যার অংশ হিসেবেই মালদ্বীপ সফরে যাচ্ছে বাংলাদেশ দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here