স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলের লড়াই শুরু হবে দুপুর ২টায়। রায়পুরে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
সেই টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নেমেছে টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই খেলতে নামছে স্বাগতিকরা। এদিকে নিউজিল্যান্ডও একই একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে। প্রথম ম্যাচ হারলেও, দলটির একাদশে কোনো পরিবর্তন নেই।
সিরিজের প্রথম ওয়ানডে রান বন্যা হয়েছে। ভারতের দেওয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১২ রানের সেই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মেন ইন ব্লু’রা। যার ফলে আজকের ম্যাচ জিতলেই, সিরিজ নিশ্চিত তাদের। অপরদিকে কিউইদের এটি সিরিজে ফেরার মিশনের ম্যাচ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post