স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। পচেফস্ট্রুমে সেই ম্যাচ শুরুর আগে হয়েছিল টস। যেখানে অবশ্য বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হেরে গেছেন। বিপরীতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক প্রোটিয়া নারীরা। যার ফলে আগে ব্যাট করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান। ফারজানা হক ৬ ও শামিমা সুলতানা ২ রান করে অপরাজিত আছেন।
ইতিমধ্যেই সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে এবার জেতার পালা টাইগ্রেসদের। আর সেই লক্ষ্যেই মাঠে নেমেছে দল। অপরদিকে প্রথম ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, স্বর্না আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post