নিজস্ব প্রতিবেদকঃ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রোববার প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বাঁধায় ১৭ ওভারের ম্যাচে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানরা। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। ৫ বল হাতে রেখে সেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগাররা জিতেছে ৬ উইকেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতের জয়ের সুবাদে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে, তা অনেকটা নিশ্চিত হয়েই বললেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
রাতে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এই দলের (টি-টোয়েন্টি) বেশির ভাগ সদস্য ওয়ানডে দলের অংশ। এই আত্মবিশ্বাসটা ওরা এশিয়া কাপ ও বিশ্বকাপে নিয়ে যেতে পারবে। খুব ভালো লাগছে। ওদের সঙ্গে টি-টোয়েন্টিতে ভালো ফলাফল ছিল না এই পর্যন্ত। ওদের সঙ্গে একটা সিরিজ জিততে পারলাম বিশেষকরে এই রকম কন্ডিশনে। আমার কাছে মনে এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।’
এই সিরিজ জয়ে প্রথমবার টানা চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে সাকিবের দল। এবার এই সিরিজেও জয়ের ধারা বজায় রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে এটি টাইগারদের প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০