স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করল। উইন্ডিজ। ১৭ বছর পর ভারতকে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে পরাস্ত করল ক্যারিবিয়ানরা। ফ্লোরিডায় গতরাতে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের ১৬৫ রান অনায়াসেই টপকে গেছে রভম্যান পাওয়েলের দল। ম্যাচ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল স্বাগতিক উইন্ডিজ। এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ম্যান ইন ব্লুরা। সুযোগ ছিল টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়ার। তবে সেটা হতে দেননি ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রেন্ডন কিং। বল হাতে রোমারিও শেফার্ডের পর ব্যাট হাতে ঝড় তোলেন কিং।
সিরিজ জয়ের পর ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েল জানান, আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না তিনি। পাওয়েল বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এই অনুভূতির যথেষ্ট উপযুক্ত বিশেষণ অপ্রতুল। অনেক বড় সিরিজ জয় এটি। নিজেদের মাঠে ভারতকে হারানো আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, বিশেষ করে চারপাশে যতকিছু হয়ে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post