স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ছিটকে যান কুলদীপ যাদব। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এই স্পিনারের বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘টিম ইন্ডিয়ার কুলদীপ চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন।’
পুনর্বাসনের জন্য কুলদীপকে ব্যাঙ্গালোরেতে অবস্থিত জাতীয় একাডেমিতে পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ পেয়েও হেরেছে ভারত স্বাগতিকদের করা ২১২ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে ফেলে ৫ বল বাকি থাকতে। পরের দুই টি-টোয়েন্টি রোববার ও মঙ্গলবার। সিরিজের শেষ দুই ম্যাচ আগামী ১৭ ও ১৯ জুন।
সিরিজ থেকে ছিটকে গিয়ে হতাশ কুলদীপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লিখেন, ‘চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়ে হতাশ লাগছে। তবে আমি আশা করি সতীর্থরা মাঠে তাদের সেরাটা দেবেন। আমি তাদের সব ধরনের সমর্থন করছি। আমি আশা করি আমি শক্তিশালী প্রত্যাবর্তন করতে সক্ষম হব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০