নিজস্ব প্রতিবেদকঃ চোটের গ্যাড়াকলে পড়েছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিব চোটের কারণে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন এই টাইগার পেসার। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে দ্বিতীয় বল করেই চোটে পড়েছিলেন তিনি। উঠে যান মাঠ থেকে। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে সাকিব বল করেছেন পুরো ১০ ওভারই, ৬৫ রানে নিয়েছেন ১ উইকেট।
আগামীকাল (সোমবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। তানজিম সাকিব ছিটকে যাওয়ায়, এই ম্যাচে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে টাইগার একাদশে। এছাড়া ফর্মহীনতায় বাদ পড়া লিটন দাসের জায়গায়ও নতুন কেউ অন্তর্ভুক্ত হতে পারেন। সুযোগ মিলতে পারেন ওপেনার এনামুল হক বিজয়ের। দলে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এখনও এক ম্যাচ মাঠে নামার সুযোগ পান নি।
এদিকে সাকিবের ছিটকে যাওয়ার বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। লিপু বলেছেন, ‘দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে (তানজিম) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post