স্পোর্টস ডেস্কঃ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। লাউডারহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সিরিজ নির্ধারণী ম্যাচের সেই টস জিতেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নেমেছে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে উইন্ডিজের একাদশে এসেছে পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন ওবে ম্যাকয় ও ওডিন স্মিথ। তাদের পরিবর্তে আলঝারি জোসেপ ও রোস্টন চেজ একাদশে এসেছেন।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে। আজকের ম্যাচে যারাই জিতবে, তারাই নিশ্চিত করবে সিরিজ জয়ের ট্রফি। অলিখিত ফাইনালও বলা যেতে পারে একে।
ভারত একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), যশস্বী জয়সুয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও মুকেশ কুমার।
উইন্ডিজ একাদশ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন ও আলঝারি জোসেপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা