স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপের পর আবারো ম্যানচেস্টারে ওয়ানডে খেলতে নেমেছে ভারত। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই হেরেছিল মাহেন্দ্র সিং ধোনীর দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ভারত।
রোববার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘অলিখিত’ ফাইনালে ভারত পাচ্ছে না দলের অন্যতম সেরা তারকা জাসপ্রিত বুমরাহকে। চোটের কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না এই পেসারের। তার বদলী হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। অন্যদিকে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনে নি।
ইংল্যান্ড একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রিস টপলি।
ভারত একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০