নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই নিয়ে টানা দুই ম্যাচে টস হারলেন তিনি।
এই ম্যাচে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অর্থাৎ, প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। এই ম্যাচেও কোনো অভিষেক করাচ্ছে না টাইগাররা। নিশ্চিতভাবেই আগে সিরিজ জয় করে পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় বাংলাদেশ।
অপরদিকে আয়ারল্যান্ড একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন ক্রেইগ ইয়ং। তার পরিবর্তে আইরিশ একাদশে ফিরেছেন ফিওন হ্যান্ড। সিরিজে ফিরতে মরিয়া দলটি।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post