স্পোর্টস ডেস্কঃ ৫ বছর পর সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে অস্ট্রেলিয়া দল। এই সফরে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে দুই দল। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে বেশ উজ্জিবীত অজিরা। তবে বেশ সতর্কও আছে তারা।
কেননা শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন, লঙ্কান দল সবসময় বিপজ্জনক। এর আগেও বেশ কয়েকবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যকার। এসময় কুশল-হাসারাঙ্গার কথা উল্লেখ করেন অজি অধিনায়ক।
ফিঞ্চ বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের কয়েকটি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা খুবই বিপজ্জনক দল। আপনি যদি তাদের বর্তমান টপ অর্ডারের দিকে খেয়াল করেন দেখতে পারবেন, কুশল আছে। যে নিজের দিনে যেকোনো দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। বলতে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা। গেল কয়েক বছর ধরে যে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করছে।’
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজের সূচি
৭ জুন- প্রথম টি-টোয়েন্টি (কলম্বো)
৮ জুন- দ্বিতীয় টি-টোয়েন্টি (কলম্বো)
১১ জুন- তৃতীয় টি-টোয়েন্টি (ক্যান্ডি)
১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)
২৯ জুন থেকে ৩ জুলাই- প্রথম টেস্ট (গল)
৮ থেকে ১২ জুলাই- দ্বিতীয় টেস্ট (গল)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা