স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার সিরিজ সেরার পুরস্কারের অর্থ কোটা বিরোধী আন্দোলনে নিহত হওয়া একজন রিক্সা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১৫৫ রান আর বল হাতে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন মিরাজ। সেই পুরস্কারের অর্থ তিনি কোটা বিরোধী আন্দোলনে সর্বপ্রথম আহত এবং পরে নিহত হওয়া রিক্সা চালকের পরিবারকে প্রদান করবেন।
পুরস্কার বিতরণী মঞ্চে হঠাৎ করে বাংলায় কথা বলা শুরু করেন মিরাজ। তিনি বলেন, ‘দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































