নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামে শনিবার আগে ব্যাট ৩৩১ রান করে হাশমাতুল্লাহ শহীদির দল।
রান তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের লড়াকু ফিফটির পর বাংলাদেশ অলআউট হয়েছে ১৮৯ রানে। ১৪২ রানের রেকর্ড ব্যবধানে জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানরা। সিরিজ জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছে তারা। রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সবচেয়ে বড় জয়টির জন্ম হলো আজ।
সিরিজ হারলেও মেহেদি হাসান মিরাজ এরমধ্যে খুঁজে পাচ্ছেন ইতিবাচক ব্যাপার। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একটা জিনিস ভালো হয়েছে। এই সিরিজটা দিয়ে একটা জিনিস ভালো হয়েছে, হয়ত আমরা হেরেছি। কিন্তু আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে এই জিনিসগুলো খুঁজে বের করতে পারব।’
মিরাজ আরও বলেন, ‘যেহেতু এশিয়া কাপে ওদের বিপক্ষে খেলা আছে, বিশ্বকাপে প্রথম ম্যাচও ওদের বিপক্ষে। ব্যাটাররা কীভাবে রান করবে, ওদের কীভাবে হেন্ডেল করবে। বোলাররা কীভাবে বল করবে। এশিয়া কাপের দেড়মাস, বিশ্বকাপের তিনমাস। এই সময়ের মধ্যে প্রত্যেকটা খেলোয়াড় কাজ করতে পারব। যেহেতু লম্বা সময় পাচ্ছি আমাদের জন্য ভালো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০