স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। গত বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের জয় ৩ উইকেটের ব্যবধানে। প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রান করে লঙ্কানরা।
জবাব দিতে নেমে চাপে পড়েও শেষ পর্যন্ত জয়ে মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় সফরকারীরা। লঙ্কানদের করা ১২৪ রান তারা পেরিয়ে গেছে ১৩ বল বাকি থাকতে।
সিরিজ হারের ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা। দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে শুক্রবার শ্রীলঙ্কা দলকে জরিমানা করার কথা জানায় আইসিসি। নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে তারা। ফলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তির ঘোষণা দেন। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দায় শিকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দু’দল। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি
১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০