স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে বাবর আজমের দল। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আগের তিন ম্যাচের দুটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। একটি জেতে ইংল্যান্ড। শেষ ম্যাচটি ছিল তাই ইংলিশদের সিরিজ জয়ের মিশন, পাকিস্তানের সিরিজ বাঁচানোর। কিন্তু এই ম্যাচে বড় হার দেখেছে বাবর-রিজওয়ানরা।
ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তানকে ১৫৭ রানে আটকে দেয় ইংল্যান্ড। জবাবে ফিল সল্ট আর জস বাটলারের ৩৮ বলে ৮২ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ইংলিশরা। সল্ট ২৫ বলে ৪৫ আর বাটলার ২০ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। ৯ ওভারে ২ উইকেটেই ১০০ পার করে স্বাগতিকরা। উইল জ্যাকস আউট হন ১৮ বলে ২০ করে। এরপর জনি বেয়ারস্টো আর হ্যারি ব্রুক দ্রুতই ম্যাচ শেষ করে দেন। বেয়ারস্টো ১৬ বলে ২৮ আর ব্রুক ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। হারিস রউফ ৩৮ রান খরচায় নেন ৩টি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল পাকিস্তানের। পাওয়ার প্লেতে ৫৯ রান তুলে নিয়েছিল তারা। এরপর অধিনায়ক বাবর আউট হওয়ার পরই ছন্দপতন হয় দলের। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে আউট হন তিনি। ১৬ বলে ২৩ রান করে কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন মোহাম্মদ রিজওয়ান। আরেক টপ অর্ডার ব্যাটার উসমান খান ২১ বলে ৩৮ রান করেন। কিন্তু এদিন মিডল অর্ডারের ব্যর্থতায় জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি তুলতে ব্যর্থ হয় পাকিস্তান। ফখর জামান ৯ রান তুললেও শাদাব খান ও আজম খান রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষদিকে ইফতিখার আহমেদের ১৮ বলে ২১ ও নাসিম শাহর ১৮ বলে ১৬ রানে ভর করে দেড়শ পার করে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট তুলে নেন মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post