নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে জয়ের মুখ দেখল না বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হারল টাইগ্রেসরা। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৭৭ রানে হারিয়েছে অজিরা।
সিরিজ হারের পর বাংলাদেশের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেন, ‘কোনো সন্দেহ নেই (সুযোগ-সুবিধায় পিছিয়ে। সুবিধাদি বেশি পেলে ভালো হতো কি না), অস্ট্রেলিয়া অনেক ভালো অনুশীলন সুবিধাদি পায়। এতে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, আমাদের ভালো সুবিধাদি দিতে। আমরা আগের থেকে অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। আশা করি, সামনে আরও ভালো সুবিধা পাব।’
দক্ষতার দিক থেকেও অজি ক্রিকেটারদের অনেক এগিয়ে রেখেছেন নাহিদা, ‘সন্দেহ নেই, তারা অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে। আমাদের ব্যাটারদের মধ্যেও অনেক ভালো স্কিল আছে। আমাদের মধ্যেও সেঞ্চুরি আসছে, ফিফটি আসছে। আমরা সবসময় এটা বিশ্বাস রাখি, আমাদের যে ব্যাটাররা আছে, তারা আরও ভালো করতে পারবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post