স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের খেসারত দিলো বাংলাদেশ। সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে আটে থাকা বাংলাদেশ সিরিজ হারের পর নয়ে নেমে গেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র্যাংকিংয়ে হালনাগাদ করেছে।
আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ নয়ে নেমেছে। তিন ম্যাচের সিরিজটি শুরুর আগে বাংলাদেশ র্যাংকিংয়ে আটে ছিলো। ২-১ ব্যবধানে সিরিজ হারের পর একধাপ অবনতি হয়েছে টাইহারদের। শারজাহতে গতকাল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরে যায়। তিন ম্যাচের সিরিজের প্রথমটি হারের পর দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়িয়ে ছিলো বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটি হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হয়।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশকে হারিয়ে র্যাংকিংয়ে উন্নতি করেছে আফগানিস্তান। সিরিজ শুরুর আগে বাংলাদেশের পরে নয়ে থাকা আফগানিস্তান র্যাংকিংয়ে উঠে এসেছে আট নম্বরে। বাংলাদেশকে হারিয়ে আইসিসি র্যাংকিংয়ে নিজেদের এক ধাপ উপরে তুললো আফগানরা।
সিরিজর শেষ ম্যাচেশারজায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৬। আর আফগানিস্তানের ৮৪। সিরিজ শেষে দুই দলের রেটিংয়ই ৮৫। তবে পয়েন্টের হিসেবে এগিয়ে আছে আফগানরা।
টেস্ট ও টি-২০ ফরম্যাটের তুলনায় বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটেই ভালো করে। এবার সেই প্রিয় ফরম্যাটেও আফগানদের কাছে হারতে হলো। সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারছে না বাংলাদেশ। ভারত সফরে টেস্ট ও টি-২০ সিরিজ হারের পর ঘরের মাঠেও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ।
সমর্থকদের প্রত্যাশা ছিলো সংযুক্ত আরব-আমিরাতে আফঘগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতবে বাংলাদেশ টাইগাররা নিজেদের প্রিয় ফরম্যাটে দারুণ পারফরম্যান্স করবে। কিন্তুু শারজাহতে হতাশ হতে হয়েছে। ওয়ানডে র্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছে ভারত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী তিনটি স্থান দখলে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০