সিলেটকে জবাব দিচ্ছে চট্টগ্রামও

0
103

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে সিলেট নিজেদের প্রথম ইনিংসে বড় বোঝা চাপিয়েছে চট্টগ্রামের কাঁধে। জবাবে খেলতে নামা চট্টগ্রামও দারুণ শুরু করেছে।

দ্রুত ওপেনার জসিম উদ্দীনক হারালেও আরেক ওপেনার পিনাক ঘোষ ও পারভেজ হোসেনের ব্যাটে দলটি দ্বিতীয় দিন শেষ করেছে এক উইকেটে ৯৮ রানের বিনিময়ে। ১৪১ বলে পাঁচ চারে ৪৯ রানে পিনাক ও ১২৯ বলে চার চারে ৪৫ রানে পারভেজ অপরাজিত আছেন। এ দুই ব্যাটার তৃতীয় দিন সকালে আবারো ব্যাট করতে নামবেন।

সিলেটের হয়ে রাহী ১টি উইকেট লাভ করেনে।

আগে ব্যাট করতে নামা সিলেট ৯ উইকেটে ৪৮১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। সিলেট দুই ওপেনার তান্না ও তুষারের ব্যাটে পায় দারুণ শুরু। ওয়ানডে স্টাইলে ওপেনার তুষার করেছেন ৬৮ রান। ৬৩ বলের ইনিংসে তিনি আট চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন। আরেক ওপেনার তান্না করেন ৩৯ রান। তাদের উদ্বোধনী জুটিতেই সিলেট পায় ৯৪ রান।

চারে নামা জাকির হাসান প্রথম দিনই শতক হাঁকিয়ে থাকেন অপরাজিত। দ্বিতীয় ব্যাট করতে নেমে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ১৮ চার ও ২ ছক্কায় ৩১৮ বলে ক্যারিয়ার সেরা ২১৩ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি। তাকে দারুন সঙ্গ দেওয়া আসাদুল্লাহ আল গালিবও ফিফটি করেছেন। সাত চারে ১৭৩ বলে ৬৭ রান করেছেন তিনি। ২৫ রান করেছেন আল আমিন জুনিয়র। ২১ রান করেছেন সাকিব।

চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ৫টি ও রনি চৌধুরী ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here