নিজস্ব প্রতিবেদকঃ এক রাউন্ড বাকি থাকতেই এবারের ২৫তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতল ঢাকা বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম স্তরের পঞ্চম রাউন্ডের ‘প্রশ্নবিদ্ধ’ আম্পায়ারিংয়ের ম্যাচে সিলেট বিভাগকে ৫২ রানে হারিয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।
সিলেটের হয়ে এক জাকির হাসান ছাড়া কেউ লড়াই করতে পারেননি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী। প্রথম ইনিংসে ঢাকা ২৬৬ রান করে। জবাবে সিলেট থামে ২১১ রানে। ৫৫ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ঢাকা করে ১৫৪ রান। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১০।
ম্যাচের শেষ দিন সিলেটের করতে হতো ১৭১ রান। ৪ উইকেটে ৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে দেখতে দেখতে ৬৭ রানে ৬ উইকেটে পরিণত হয় সিলেট। জাকের আলি ও জাকির হাসানের জুটিতে আসে ৫৫ রান। এরপর জাকের ফিরলে ভাঙে এই জুটি। টিকতে পারেন নি সিলেটের অধিনায়ক জাকিরও। আম্পায়ারের প্রশ্নবিদ্ধ এলবিডব্লিউর সিদ্ধান্তে থামে তার ৪৪ রানের ইনিংস। জ্বরের কারণে তিনি টপ অর্ডারে নামতে পারেননি। রাহাতুল ফেরদৌস কিছুক্ষণ লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কিছু করতে পারেননি।
পাঁচ ম্যাচের চার জয় পাওয়া ঢাকা বিভাগ ড্র করেছে একটি ম্যাচে। সবমিলিয়ে তাদের পয়েন্ট ৩৭। এদিকে দুই থাকা ঢাকা মেট্টোর পয়েন্ট মাত্র ১৪। শেষ রাউন্ডে জয় পেলেও ঢাকা বিভাগকে টপকে যেতে পারবে না ঢাকা মেট্রো। ফলে এক রাউন্ড বাকি থাকতেই এবারের জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল সাইফ হাসানের ঢাকা বিভাগ। জাতীয় লিগে এটি ঢাকার সপ্তম শিরোপা। এবারের আগে ২০২১-২২ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল সাইফ হাসানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post