নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে জায়গা করে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ইমরুল কায়েসের দল। কোয়ালিফায়ারে হারা সিলেট এবার খেলবে এলিমেনিটরে। যেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয় সিলেট। শুরুতেই বিপদে পড়ে দলটি। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার শফিকুল্লাহ গাফারি ৫ রান করে ফিরেন। তিন নম্বরে নামা তৌহিদ হৃদয় খালি হাতে ফিরেন রান আউট হয়ে। ২ রান করা জাকির হাসান ফিরলে বিপদ বাড়ে সিলেটের।
১৭ বলে ২৬ রান করা মাশরাফী বিন মোর্ত্তজার বিদায়ে চতুর্থ উইকেটে ৩৭ বলে ৫৬ রানের জুটি ভাঙে। ওপেনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে এই জুটি গড়েন মাশরাফী। শান্ত ৩৮ রানে ফিরে যান। জিম্বাবুয়ের রায়ান বার্ল খালি হাতে বিদায় নেন। ৪টি চারে ২২ বলে ২৯ রান করেন মুশফিকুর রহিম। কুমিল্লার তানভীর-আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। মঈন আলী, সুনিল নারাইন ও মুকিদুল ইসলামের শিকার ১টি করে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ৭ রানের বেশি করতে পারেন নি ওপেনার লিটন দাস। প্রথম উইকেট দ্রুত হারালেও ব্যাটিং ঝড় তোলেন সুনিল নারিন। এই ওপেনারের ১৮ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কুমিল্লা। সাজঘরে ফেরার আগে ৩ চারের সঙ্গে ৪ ছক্কা হাঁকান এই ক্যারিবিয়ান হার্ডহিটার।
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন জনসন চার্লস এবং ইমরুল কায়েস। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন মঈন আলি। এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছেন। ফেরার আগে ১৩ বলে করেছেন ২১ রান। শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ২৭ রানের সুবাদে ২০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। সিলেটের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার রুবেল হোসেন। ১টি করে উইকেট নিয়েছেন গাফারি ও তানজিম হাসান সাকিব।
হারলেও আসর শেষ হচ্ছে না মাশরাফী-জাকিরদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ১৪ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। নিয়ম অনুযায়ী, এলিমেনিটরে জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হওয়ার কথা। ওই ম্যাচের জয়ী দল ১৬ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post