হবিগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্টিত সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে মৌলভীবাজার অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দল। ৩০ রানে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে হারিয়েছে দলটি।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মৌলভীবাজার আগে ব্যাট করে ১৪৫ রান করে। জবাবে খেলতে নামা সিলেট ১১৬ রানে অলআউট হয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন দুর্জয়। ১৯ রান করেন তীপ্ত। এছাড়াও ১৫ রান করেন মোজাম্মিল।
সিলেটের হয়ে ফাহাদ ৩টি ও ছটন মিয়া ২টি করে উইকেট লাভ করেন।
১৪৭ রানের টার্গেটে খেলতে নামা সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ২৪.৫ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে শাহরিয়ার সাজু ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন। ১৬ রান করেন জারির। ১৪ রান করে অপরাজিত থাকেন রেদওয়ান।
মৌলভীবাজারের হয়ে রিমাদ ও শাফিন ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০