নিজস্ব প্রতিবেদকঃ ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচের আগে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসে নিজের অভিমত জানিয়ে গেছেন হামজা চৌধুরী।
হামজা সিলেটি-ইংরেজি ভাষার মিশেলে জানিয়ে গেলেন হংকং চায়না ম্যাচ নিয়ে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য। নিজের ওপর যে প্রত্যাশা বেশি, তা জানেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ভালোই অভিজ্ঞতা হয়েছে। তবে একক নয়, টিম গেম খেলেই ম্যাচ জেতার পরিকল্পনা লেস্টার সিটির মিডফিল্ডারের।
ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। হামজা সেটা স্মরণ করিয়ে বলেন, ‘দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।’ গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।’
হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন, ‘দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০