নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ডমিনেটরসের পেসার তাসকিন আহমেদ চলতি বিপিএলের বাকি অংশে আর খেলবেন না। ডানহাতি এই পেসারের বিপিএল শেষ হয়ে গিয়েছিল সিলেটেই! গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। ফলে চলতি আসরের বাকি অংশ ঢাকা পাচ্ছে না এই পেসারকে।
তাসকিনকে পুরোপুরি বিশ্রামে পাঠানো হয়েছে। সামনে ইংল্যান্ড সিরিজের জন্য দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন। বিপিএলের শেষ দিকে মাঠে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বিপিএলের শেষ ম্যাচে তাসকিনের খেলা হচ্ছে না। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’
তাসকিনের চোট প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘তার হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। বিশ্রামেই সেরে উঠবে। কিছুদিন পর থেকে অনুশীলনও শুরু করতে পারবে। ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা হবে না।’
চলতি বিপিএলে ঢাকার পারফরমেন্স খারাপ হলেও বল হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন। দেশের সেরা বোলার হিসাবে নিজেকে আবারও প্রমাণ করেছেন তিনি। ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post