সিলেটের অংশ গ্রহণ নেই বিপিএলে, সংগঠকরা কে কি বললেন…

0
115

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ সিলেটের দল না থাকার জন্য সিলেটের মানুষের মানষিকতাকে দায়ী করছেন ক্রীড়াঙ্গণের সংশ্লিষ্টরা। তারা বলছেন, দল না থাকাতে সিলেট লজ্জিত হয়েছে, মর্মাহত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

ক্রীড়া সংগঠকরা বলছেন, সিলেটে অনেক ক্রীড়া সংগঠক, ধনাঢ্য ব্যবসায়ী ও ব্যবসায়িক গ্রুপ থাকলেও তাদের আন্তরিকতার অভাব। লোক সানের ভয়ে কেউ এগিয়ে আসছেন না। এতে করে সিলেটকে খাটো করা হচ্ছে।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এখানে অনেক টাকা পয়সার হিসাব-নিকেষ আছে। ২০/৫০ লাখ টাকার কথা নয়, প্রায় ৮/১০ কোটি টাকা লাগবে দল চালাতে। এত টাকা ইনভেস্ট কেউ করছেন না লসের ভয়ে।

সিলেটে কি এমন টাকা ইনভেস্ট করার মত কোন ব্যবসায়ী/ব্যবসায়ী গ্রুপ নেই জানতে চাইলে তিনি বলেন, এমন অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ী গ্রুপ আছে, যারা চাইলে একটা দল কিনতো পারতো। এতে আমরাও এগিয়ে আসতাম, সহযোগিতা করতমা। কিন্তুু এমন মানষিকতা কারো নেই।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন, এটা অত্যান্ত দুঃখ জনক। আমাদের অনেক কষ্ট লাগছে। কিন্তুু কেউ এগিয়ে আসছেন না। আমরা চেষ্টা করেছি। কিন্তুু সবদিক দিয়ে তা করতে পারিনি। তবে ভবিষ্যতে সিলেটের নামে একটি দল রাখার চেষ্টা করবো।

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, দুঃখ জনক। একটি দল থাকলে সিলেটে বিপিএলের আমেজ থাকতো।

মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহ উর রহমান বলেন, এটা দুঃখ জনক। বিসিবিতে সিলেটের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা একটা উদ্যোগ নিলে ভাল হতো। তিনি বলেন, ক্রিকেট বোর্ড কখন কি করে আমাদেরকে তথা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে জানায় না। আমাদের বিষয়টি চিঠি দিয়ে জানালে আমরা সিলেটের ক্রীড়াঙ্গণে যারা আছি চেষ্টা করতাম কিছু একটা করার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here