নিজস্ব প্রতিবেদকঃ অপার প্রকৃতিতে ঘেরা সিলেট। চিরসবুজ এই শহরকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলেও পরিচয় দেওয়া হয়। সারি সারি টিলা আর চা বাগানের সমারোহে ঘেরা এই শহরে মুগ্ধ হতে বাধ্য যে কেউই।
চা বাগানের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নগরীর লাক্কাতুরায় চা বাগানের কোল ঘেঁষেই গড়ে উঠেছে এই মাঠ। বিভিন্ন বিদেশি দলের কাছে এই মাঠ মুগ্ধতার নাম। সিলেটে বর্তমানে চলছে এশিয়া কাপের আসর। সেখানেও চা বাগানের পাশে এই মাঠের প্রশংসা হচ্ছে।
এবার ফাইনালের আগে মাঠের পাশে থাকা চা বাগানকে ঘিরে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নারীদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
সেই ম্যাচের আগে টুর্নামেন্টের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও চামিরা আতাপাত্তু আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন চা বাগানে। স্টেডিয়ামের পাশেই চা বাগানে গিয়ে ফটোসেশন করেন তারা। সেই ছবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সামাজিক যোগা্যোগ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে। সিলেটের সৌন্দর্য্য বিশ্বের কাছে আরও একবার তুলে ধরা হলো এর মাধ্যমে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা