সিলেটের পীর মহল্লার মেয়ে ফিরোজার স্বামী ইংলিশ ক্রিকেটার মঈন আলী

    0
    125

    নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড সিরিজ দিয়েই নতুন এক তথ্য উদঘাটন হলো। যা সিলেটের মানুষের জন্য আনন্দেরই হতে পারে। সিলেটেরই জামাই ইংলিশ ক্রিকেটার মঈন আলী। জামাই হয়ে শ্বশুড়ের দেশকে কিনা বিপাকেই ফেলে দিচ্ছেন মঈন আলী! এখনো তিনি ইংল্যান্ডের সেরা ক্রিকেটার। ব্যাট-বল হাতে ভোগাচ্ছেন বাংলাদেশকে।

    মঈন আলীর স্ত্রী ফিরোজা হোসেন সিলেট নগরের পীর মহল্লার বাসিন্দা। তার বাবা এম হোসেন সিলেট শহরেই বসবাস করেন। যদিও এখন ফিরোজাদের পরিবার ইংল্যান্ডের বাসিন্দা, তবে ফিরোজার পিতা এম হোসেন এখনো বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসলেই সিলেট শহরের নিজের বাসাতেই উঠেন। ফিরোজাও মাঝে মধ্যে বাংলাদেশে আসেন।

    সিলেটের মেয়ে ফিরোজা মঈন আলির স্ত্রী হয়েছেন ইংল্যান্ডে। সেখাতেই তাঁদের বেড়ে উঠা। তাঁদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে। নাম আবু বকর।

    মঈন আলী স্ত্রী ফিরোজা বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে এসেছেন অনেক বার। বিয়ের পর মঈনের সঙ্গেও বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।

    ফিরোজা হোসেন ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সুযোগে এলেন এবারও। বুধবার ফিরোজা এসেছেন বাংলাদেশে। ফিরোজা চট্টগ্রামে মঈন আলীর সঙ্গেই আছেন। তবে যোগাযোগ রাখছেন সিলেটে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

    ফিরোজার বাবা-মা এবং ফিরোজার তিন ভাই, দুই বোনও এখন ইংল্যান্ডের বাসিন্দা।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here