সিলেটের প্রস্তুুতিতে সৌদীতে ম্যাচ খেলবে বাংলাদেশ

0
195

স্পোর্টস ডেস্ক:: সিলেট জেলা স্টেডিয়ামে আগামি ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্টের প্রস্তুুতি ক্যাম্প করতে সৌদী আরবে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে জামাল ভুঁইয়াদের নিবিড় অনুশীলন চলছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সৌদী প্রস্তুুতির অংশ হিসেবে দু’টি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সৌদীতে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফ্রিকার দেশে মালাউই ও স্থানীয় ক্লাব ওহুদ মদিনা এফসি।

প্রস্তুুতি ম্যাচ দু’টির সত্যতা নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমদ বলেন, ‘আমাদের দল সৌদী আরবে অনুশীলনরত রয়েছে। আফ্রিকান দেশ মালাউইও সেখানে অবস্থান করছে। তাদের সাথে আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়ে ছিলাম। তারা আগ্রহী হয়েছে। স্থানীয় ক্লাব ওহুদ মদিনা এফসির সঙ্গেও প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।’

ম্যাচ দু’টি ফিফা উইন্ডোর বাইরে হলেও ফিফা স্বীকৃতি দিচ্ছে। বাফুফে জানিয়েছে, ফিফা টায়ারের অন্তর্ভূক্ত হচ্ছে ম্যাচ। বাফুফে সাধারণ সম্পদাক আবু নাঈম সোহাড় জানিয়েছেন, মালাউইয়ের সঙ্গে ম্যাচটি হবে ১৫ ম্যাচ। ফিফা স্বীকৃতি দিচ্ছে ম্যাচগুলোকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here