স্পোর্টস ডেস্ক: দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)’র সিলেট পর্বের প্রথম ম্যাচে হয়ে ছিলো ৯ গোল। শেষ ম্যাচে হলো ৬ গোল। শনিবার সিলেট পর্বের শেষ ম্যাচে সকার ক্লাব ফেনীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের দুই মিনিটেই গোল পেয়ে যায় আরামবাগ। ইকো সামনিকের বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে দেন সাজিদুর রহমান সাজিদ। পরে তিনি করেছেন আরেক গোল। আর পেনাল্টি মিস না করলে হ্যাটট্রিক পেতে পারতেন।
ম্যাচের ১৪ মিনিটে ব্যবধান বাড়ায় আরামবাগ। সকার ক্লাবের ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করেন আবদুল্লাহ। ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ ছিল সকার ক্লাবের। তবে চমরিন রাখানের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। তবে এই চমরিনই দুই মিনিট পরে গোল করে ব্যবধান কমান। ফ্রাঙ্কের হেড থেকে বক্সে বল পেয়ে আলতো টোকায় গোল করেন রাখানে।
ম্যাচের ৬৩ মিনিটে সকারের কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে থিয়াগো টাইসন বল দেন সাজিদকে। গোল করে ব্যবধান ৩-১ করেন সাজিদ। ম্যাচের ৭৭ ম্যাচে বক্সে আরামবাগের সাজিদকে টেনে ধরেন সুমন কুমার দাস। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিকের সুযোগ ছিল সাজিদের। তবে তার শট ফিরিয়ে দেন সকারের গোলরক্ষক। ফিরতি বলে গোল করেন জাফর ইকবাল।
৮৩ মিনিটে জাফর করেছেন আরেকটি গোল। আবদুল্লাহর বাড়ানো বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে গোল করেন জাফর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/সিভি/০০