সিলেটের মানুষের জন্য সাহায্য চাইলেন ইংলিশ ফুটবলার

    0
    14

    স্পোর্টস ডেস্ক:: সিলেটের বানভাসি মানুষের জন্য সাহায্য চাইলেন লেস্টার সিটির তাঁরকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। মাস খানেকের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। ইতিহাসের ভয়াবহ বন্যায় চরম সঙ্কটে আছেন লাখো মানুষ।

    পানিবন্দী মানুষ হারিয়েছেন সব কিছুই। সহায়-সম্পদ হারিয়ে বানভাসি হয়েছেন তারা। আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে। বাড়ি-ঘর সব কিছুই ভাসিয়ে নিয়েছে ভয়াল বন্যা। শত বছরের রেকর্ডেও এমন ভয়ানক বন্যা দেখেননি সিলেট-সুনামগঞ্জের বাসিন্দারা।

    বন্যাক্রান্ত মানুষেরা আছেন চরম সঙ্কটে। বিশুদ্ধ পানি আর খাবার সঙ্কট তীব্র হয়ে উঠছে। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এগিয়ে আসছেন বন্যা দুর্গত মানুষের সাহায্যে। দেশ-বিদেশের লোকজন পাঠাচ্ছেন সাহায্য সহযোগিতা। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও আসছে।

    এবার বনবাসি মানুষের জন্য সাহায্য চাইলেন লেস্টার সিটির তারকা হামজা দেওয়া চৌধুরী। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাটে তার পৈত্রিক নিবাস। জন্ম ও বেড়ে উঠা ইংল্যান্ডে হলেও বাবার বাড়িতে অনেক সময়ই এছেন তিনি। জন্মভূমি সিলেটের মানুষদের এমন দুর্যোগের দিনে তাই তিনি সাহায্য চাইলেন বিশ্ববাসীর কাছে।

    উন্নয়নমূলক সামাজিক সংস্থা ‘ফুটস্পেটস’র মাধ্যমে সহযোগিতার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। হামজা চৌধুরী তার অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে সাহায্য চেয়েছেন। মঙ্গলবার রাতে এক পোস্টের মাধ্যেম তিনি সকলকে সহযোগিতার জন্য অনুরোধ জানান। এই উন্নয়নমূলক সামাজিক সংস্থার মাধ্যমে সহযোগিতা করতে চাইলে ০১৮১০০৩৮৬৫৫ নাম্বারে (বিকাশ পার্সোনাল) এবং ০১৮৪৮১৬৭৭৩১ নাম্বারে (নগদ পার্সোনাল) এ সহযোগিতা পাঠাতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের ফুটস্পেপস ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নাম্বার ১৫০১২০২৯৩৩৯৬১০০১, রাউটিং নাম্বার ০৬০২৬১৭২৬ এ সাহায্য পাঠাতে পারবেন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here